মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ০৩ এপ্রিল ২০২৪ তারিখ চট্টগ্রাম মেট্রো: বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকালীন আসামী ১। মো: হৃদয় মোল্লা (২৯), পিতা: মো: খায়ের মোল্লা, মাতা: খুরসি বেগম, সাং—আমগ্রাম, মধ্যপাড়া, ওয়ার্ড নং—০২, ইউপি—কাঠিবাজার, থানা: গোপালগঞ্জ, জেলা: গোপালগঞ্জ। ২। আল রাশেদ (২৯), পিতা— মৃত আমিন উল্যাহ, মাতা— আছিয়া বেগম, স্ত্রী—রোকসানা আক্তার, সাং— খুরুলিয়া, সিকদার পাড়া, ওয়ার্ড নং—০৯, ইউনিয়ন—ঝিলংঝা, খানা— কক্সবাজার সদর, জেলা— কক্সবাজার। ৩। সাইফুল ইসলাম (২৮), পিতা— আবদুল কুদ্দুস , মাতা— ফরিদা বেগম, স্ত্রী— আখি আক্তার, সাং— ভৈরমপুর(শেখ বাড়ি), ওয়ার্ড নং—০১, ইউপি—কদমতলা, থানা— পিরোজপুর সদর, জেলা— পিরোজপুর। বর্তমান—দক্ষিণ দরগাপাড়া, (মাহমুদ আলম মাস্টারের বাড়ী), মোহাম্মদ নগর, ওয়ার্ড নং—০৬, ইউপি—০১ নং জলমা, থানা—লবনচোরা, জেলা—খুলনা নামীয় তিনজন আন্ত: জেলা মাদক পাচারকারীকে ৩৪৯৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন/২০২০) এর সংশ্লিষ্ট ধারায় সিএমপি বিভিন্ন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস