মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার, ব্রীজঘাট রোডস্থ বিআইডব্লিউটিএ অফিসের সামনে রাস্তার উপর মোঃ আমান উল্ল্যাহ (৬০), পিতা- মৃত রৌশন আলী, মাতা- মৃত ছবিয়া খাতুন, স্ত্রী-আমিনা খাতুন, স্থায়ীসাং-ভিলিজার পাড়া, (মোহাম্মদ উল্ল্যাহ বাড়ী), ওয়ার্ড নং ০৮, ইউনিয়ন-ডুলাহাজারা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার। বর্তমান ঠিকানা-কবিরের বাসার ভাড়াটিয়া, ভিলিজার পাড়া খালের দক্ষিণ পাশে, ওয়ার্ড নং-০৮, ইউনিয়ন-ডুলাহাজারা, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার নামীয় একজন মাদক সরবরাহকারীকে ইয়াবা নামীয় ট্যাবলেট ৯৭০ (নয়শত সত্তর) পিস, ওজন ৮১ (একাশি) গ্রামসহ মোঃ আমান উল্ল্যাহসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন/২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী থানায় একটি নিয়মিত দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস