মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ০৫ ফ্রেব্রুয়ারী ২০২৪ তারিখ খুলশী থানাধীন জাকির হোসেন রোডস্থ জি ই সি কনভেনশন সেন্টার এর সামনে রাস্তার উপর ঢাকা গামী একটি বাস হতে মো: টুটুল হাওলাদার (৩২), পিতা: মৃত,মনির হাওলাদার মাতা: খোদেজা, স্ত্রী -হুমাইরা আক্তার, সাং- রহিমনগর, ০১ নং কাস্টমঘাট, (টুটুল এর বাড়ী), ০১ নং ওয়ার্ড, থানা- রুপসা সদর, জেলা -খুলনা নামীয় একজন আন্ত: জেলা মাদক পাচারকারীকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন/২০২০) এর সংশ্লিষ্ট ধারায় খুলশী থানায় একটি নিয়মিত দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস