Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
গত ১০/০৭/২৪ খ্রি: তারিখ কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পাশে আসামী মুহাম্মদ ইউনুচ এর বসতঘরে ইয়াবা নামীয় ট্যাবলেট ১৯৯০ (এক হাজার নয়শত নব্বই) পিস, ওজন—১৮১ (একশত একাশি) গ্রামসহ মোহাম্মদ ইসমাইল (৫৭) নামীয় এক মাদক পাচারকারী আটক
বিস্তারিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ১০ জুলাই ২০২৪ তারিখ কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পাশে ওজন স্কেলের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চট্ট। মেট্রো-ব-১১-১৬৬৫ নং মাসী নামীয় যাত্রীবাহী বাসের ভিতর বি-০১ নং সীটে বসা যাত্রী মোহাম্মদ ইসমাইল (৫৭), পিতা— মৃত, ছৈয়দ আহমদ, মাতা— মৃত, আরফা বেগম, সাং— ছৈয়দের বাড়ী, দক্ষিণ পাড়া, ওয়ার্ড নং— ০২, ইউনিয়ন— চৌফলদন্ডী, ডাকঘর— চৌফলদন্ডী—৪৭০২, থানা— কক্সবাজার সদর, জেলা— কক্সবাজার। জাতীয় পরিচয়পত্র নং— ৭৭৬৬৮৬২৮১২ নামীয় একজন মাদক সরবরাহকারীকে ইয়াবা নামীয় ট্যাবলেট ১৯৯০ (এক হাজার নয়শত নব্বই) পিস, ওজন—১৮১ (একশত একাশি) গ্রামসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন/২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কর্ণফুলী থানায় একটি নিয়মিত দায়ের করা হয়।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/07/2024
আর্কাইভ তারিখ
09/09/2037