মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ খুলশী থানাধীন গরিবুল্লাহ শাহ মাজার গেইটের সামনে গরীবুল্লাহ মাজার রোডের উপর ঢাকা মেট্রো-ব-১২-২৩৫০ নম্বরের ইম্পিরিয়াল এক্সপ্রেস নামীয় এসি শ্লিপার বাসের ভিতর মোঃ জাহাঙ্গীর আলম (৪২), পিতা: মৃত নুরুল ইসলাম, মাতা মৃত মাজুমা বেগম স্ত্রী। যেসমে আরা বেগম, সাং খাগরিয়া পশ্চিম পাড়া হোসেন আলীর বাড়ি, ০৪নং ওয়ার্ড, খাগরিয়া ইউপি, খানা, সাতকানিয়া জেলা- চট্টগ্রাম নামীয় একজন মাদক সরবরাহকারীকে ইয়াবা নামীয় ট্যাবলেট ৩০০০ (তিন হাজার) পিস, ওজন ২৮২ (দুইশত বিরাশি) গ্রামসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন/২০২০) এর সংশ্লিষ্ট ধারায় খুলশী থানায় একটি নিয়মিত দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস