Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
গত ২৩/১০/২৪ খ্রি: তারিখ কর্ণফলী থানাধীন শাহআমানত সেতু টোলপ্লাজার উত্তর পাশে পিএবি রোডের উপর একটি বাসে ইয়াবা নামীয় ট্যাবলেট ১০৫০ (একহাজার পঞ্চাশ) পিস, যার ওজন ১০২ (একশত দুই) গ্রামসহ মোঃ হোসেন (৫৫) নামীয় এক মাদক পাচারকারী
বিস্তারিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ২৩ অক্টোবর ২০২৪ তারিখ কর্ণফলী থানাধীন শাহআমানত সেতু টোলপ্লাজার উত্তর পাশে পিএবি রোডের উপর চট্টমেট্রো ব-১১-১২০৭ না মারছা নামীয় যাত্রীবাহী বাসের ভিতর মোঃ হোসেন (৫৫), পিতা-মৃত, কাছিম, মাতা-মৃত, আদম খাতুন বেগম, স্ত্রী-আনোয়ারা বেগম, সাং-কলেজ পাড়া, হাজনপাড়া, ওয়ার্ড নং-০৭, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ মডেল, জেলা-করাবাজার। বর্তমানসাং-বারকোয়াটার, জাহাঙ্গীর এর ভাড়াটিয়া, সাবের সওদাগর কমিশনারের বাড়ির সামনে, ওয়ার্ড নং- ২৪, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, থানা-পাহাড়তলী, সিএমপি, জেলা-চট্টগ্রাম নামীয় একজন মাদক সরবরাহকারীকে ইয়াবা নামীয় ট্যাবলেট ১০৫০ (একহাজার পঞ্চাশ) পিস, যার ওজন ১০২ (একশত দুই) গ্রামসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন/২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কর্ণফুলী থানায় একটি নিয়মিত দায়ের করা হয়।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/10/2024
আর্কাইভ তারিখ
12/08/2027