মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ২৩ অক্টোবর ২০২৪ তারিখ কর্ণফলী থানাধীন শাহআমানত সেতু টোলপ্লাজার উত্তর পাশে পিএবি রোডের উপর চট্টমেট্রো ব-১১-১২০৭ না মারছা নামীয় যাত্রীবাহী বাসের ভিতর মোঃ হোসেন (৫৫), পিতা-মৃত, কাছিম, মাতা-মৃত, আদম খাতুন বেগম, স্ত্রী-আনোয়ারা বেগম, সাং-কলেজ পাড়া, হাজনপাড়া, ওয়ার্ড নং-০৭, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ মডেল, জেলা-করাবাজার। বর্তমানসাং-বারকোয়াটার, জাহাঙ্গীর এর ভাড়াটিয়া, সাবের সওদাগর কমিশনারের বাড়ির সামনে, ওয়ার্ড নং- ২৪, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, থানা-পাহাড়তলী, সিএমপি, জেলা-চট্টগ্রাম নামীয় একজন মাদক সরবরাহকারীকে ইয়াবা নামীয় ট্যাবলেট ১০৫০ (একহাজার পঞ্চাশ) পিস, যার ওজন ১০২ (একশত দুই) গ্রামসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন/২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কর্ণফুলী থানায় একটি নিয়মিত দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস