মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ২৮ জানুয়ারী ২০২৪ তারিখ কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পাশে ওজন স্কেলের সামনে মোঃ সজীব (৩০), পিতা- মৃত জোব্বার তালুকদার, মাতা- সোনালী বেগম, স্থায়ীসাং-বারৈকরন, তালুকদার বাড়ী, ওয়ার্ড নং ০১, ইউনিয়ন- কুলকাঠি, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি নামীয় একজন মাদক সরবরাহকারীকে ইয়াবা নামীয় ট্যাবলেট ৩৭৪০ (তিন হাজার সাতশত চল্লিশ) পিস, ওজন ৩৫৩ (তিনশত তিপ্পান্ন) গ্রামসহ মোঃ সজীব (৩০) সহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন/২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কর্ণ ফুলী থানায় একটি নিয়মিত দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস