মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ১১ জুন ২০২৪ তারিখ আনোয়ারা থানাধীন সুন্নাপাড়া, হাজীর পাড়স্থ দইলার বাড়ি আসামী মুহাম্মদ ইউনুচ এর নিজ দখলীয় দক্ষিণমুখী একতলা বিল্ডিংয়ের চার কক্ষ বিশিষ্ট বসতঘরে মুহাম্মদ ইউনুচ (৪৭), পিতা-নুর মোহাম্মদ, মাতা-মৃত.আয়েশা খাতুন, স্ত্রী-রাবেয়া খাতুন, সাং-চুন্নাপাড়া, (দইলার বাড়ি), ওয়ার্ড নং-০১, ইউনিয়ন-চুন্নাপাড়া, ডাকঘর-চুন্নাপাড়া-৪৩৬৭, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম নামীয় একজন মাদক সরবরাহকারীকে ইয়াবা নামীয় ট্যাবলেট ১১৮৫ (একহাজার একশত পঁচাশি) পিস, ওজন-১২২ (একশত বাইশ) গ্রামসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন/২০২০) এর সংশ্লিষ্ট ধারায় আনোয়ারা থানায় একটি নিয়মিত দায়ের করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS