মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: (দক্ষিণ) কার্যালয় কর্তৃক ১২ মে ২০২৪ তারিখ ডবলমুরিং থানাধীন আগ্রাবাদস্থ জাম্বুরী পার্কের ১নং গেইট এর পূর্ব পার্শ্বে হিরনের ভাতের হোটেলের সামনে রাস্তার উপর আব্দুল ছালাম (৬৫), পিতা-মৃত জোহর আলী, মাতা-মৃত তুফানী বেগম, স্ত্রী-জরিনা বেগম, সাং- আগ্রাবাদ ওয়াশার কোয়াটার সংলগ্ন সফি সওদাগরের কলোনী (সফির ভাড়াটিয়া), ওয়ার্ড নং-২৭, থানা-ডবলমুরিং, সিএমপি, চট্টগ্রাম। স্থায়ী সাং-আয়দুন, ফতেয়াবাদ, ইউপি-দেবীদ্বার, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা নামীয় একজন মাদক সরবরাহকারীকে গাঁজার পুরিয়া ১২৫ (একশত পঁচিশ) টি, যার ওজন ৩৪০ (তিনশত চল্লিশ) গ্রামসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন/২০২০) এর সংশ্লিষ্ট ধারায় ডবলমুরিং থানায় একটি নিয়মিত দায়ের করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS